ঘিওর থানা পুলিশের পক্ষ থেকে প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘিওর প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর থানা পুলিশের পক্ষ থেকে প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৩ নভেম্বর ) দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এর পক্ষ থেকে এ প্রীতি ভোজের আয়োজন করেন ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান।

এসময়, অতিরিক্ত পুলিশ সুপার ( শিবালয় সার্কেল ) মারুফা নাজনীন সহ থানায় কর্মরত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। অতি উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তারা সবাই এ প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, দিনরাত তাদেরকে পরিশ্রম করতে হয়। এরকম আয়োজন তাদের অনেক বড় পাওয়া। জেলা পুলিশ সুপার ও থানা অফিসার ইনচার্জকে ধন্যবাদ জানাই এই আয়োজন করার জন্য।

উল্লেখ্য, নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Scroll to Top