মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে জেলা হত্যা দিবস। দিবসটি উপক্ষে আজ দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাঃ গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুস সালাম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশকে নেতা শূণ্য করার পরিকল্পনা নিয়েই জেলা হত্যা সংঘটিত হয়েছে। আলোচনা সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।