নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের ভিতরে হাঁটার সড়কের পাশে (ওয়াকওয়ে) পঁচাশিটি (৮৫) ওষুধি, ফলজ, বনজ ও ফুলের গাছ রোপণ করেছিল “হরিরামপুর শ্যামল নিসর্গ ” নামের একটি পরিবেশ সংগঠনের কর্মীরা। গত বুধবার অগোচরে পঁচাশিটি গাছই ভেঙে আবার কোথাও কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুরে হরিরামপুর শ্যামল নিসর্গ’র উপদেষ্টা তৈয়বুল আজহার জানান, হরিরামপুর শ্যামল নিসর্গ এর রোপিত গাছগুলোকে নির্মমভাবে খুন করা হয়েছে। অমানবিক মানুষ পরিচয়ধারীরা হয়তো জানেই না যে এই পৃথিবীটা শুধু মানুষের নয়, বৃক্ষ এবং অন্যান্য প্রাণীদেরও আবাসস্থল। গাছ খুনের শাস্তি হওয়া উচিত।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব পাল জানান, পূর্ব পরিকল্পিতভাবে আমাদের রোপিত বাড়ন্ত চারাগুলো বিনষ্ট করা হয়েছে। আজ বিকেলে আমরা প্রশাসনের সাথে দেখা করবো। অবশ্যই বৃক্ষ হত্যার বিচার চাইবো।
সংগঠনের কর্মী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক মাহবুব সিদ্দিকী রুমেল জানান, দুই – তিন মাস আগে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের ওয়াকওয়ের পাশে নিম, অর্জুন, আমলকি, হরিতকি, বহেরা, দেবদারু, জারুল, বকুল, ডেউয়া, রদ্র পলাশ, হলুদ শিমুল, কদম, জাম, কুম্ভি, তেঁতুল, মেহেদী, কাঠবাদাম ও তমালের ৮৫ টি গাছ রোপণ করি। সবগুলো গাছ বাঁশ দিয়ে বাঁধা ছিল। গাছগুলো সুস্থ ও সবলভাবে বেড়ে ওঠেছিল। গতকাল পূর্বপরিকল্পিতভাবে ৮৫ টি গাছই হত্যা করেছে দুর্বৃত্তরা। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মানিকগঞ্জ সদর থানা ওসি আব্দুর রউফ সরকার জানান, আপনার মাধ্যমে গাছ কাটার বিষয়টি অবগত হলাম। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।