মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিনে জনসাধারণের পাশে থেকে বিশাল ও বর্নাঢ্য মহড়া দিয়েছে দিয়েছে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ – ১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম (পিপি)।
বৃহস্পতিবার সকালে শহরের শহীদ স্মৃতি স্তম্ভ থেকে মহড়াটি শহরের মূল সড়ক ও ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে টেপড়া, আরিচা ঘাট ও পাটুরিয়া ঘাটে পৃথক পৃথক স্থানে সমাবেশ করে। এসময় মহড়ায় অংশ নেয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীগের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।
পাটুরিয়া ঘাটের মূল সমাবেশে আব্দুস সালাম পিপির নেতৃত্ব অনন্যের মাঝে আরো অংশ নেন শিবালয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি রহিম খান, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য এনামুল হক রুবেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফুয়াদ রহমান খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল, আরুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোনায়েম মুনতাকিম খান অনিক, প্রফেসর হাবিব, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, হাসান মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মাসুদ রানা প্রমুখ।