নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা আওয়ামীলীগের অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার দিবাগত রাত বারোটা – একটার মধ্যে উপজেলা সদরের অফিসে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ৪৭ জন বিএনপি নেতাকর্মীদের নামে মামলা করেছে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু। মামলায় সামাদ, বোরহান ও আসাদ নামের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বিএনপি নেতাকর্মীরা জড়িত নয় বলে দাবি করেছে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শামিম খান ।
অফিসের বিপরীত পাশে বাড়ি ও উপজেলার মুদি দোকানদার ও ডাব বিক্রেতা মাঈনুল হোসেন বলেন, গতকাল রাত বারোটার পরে হঠাৎ বিকট শব্দ পাই।সেটা ককটেল না পটকা বাজি তা বলতে পারবোনা। আমরা বাড়ি থেকে বের হইনি। সকালে শুনি আওয়ামীলীগের অফিসে হামলা হয়েছে।
হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু বিডিনিউজ টোয়েন্টি ফোরকে বলেন, আজ ভোর পাঁচ টার দিকে কৃষক লীগের সদস্য সচিব আমাকে কল দিয়ে ঘটনা জানান। আমাদের অফিসে ককটেল হামলা করা হয়েছে। হামলা ও ককটেল বিস্ফোরণে নতুন অফিসের গ্রিলের পাশে টাইলস ভেঙে গেছে। জানালায় ও দেয়ালে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় আমি বাদি হয়ে থানায় মামলা করেছি।
আসামি কারা জানতে চাইলে বলেন, হামলায় সন্দেহভাজন হিসেবে বিএনপি নেতাকর্মীদের আসামী করা হয়েছে।
তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম খান বলেন, বিএনপি নেতাকর্মীরা তো এলাকায়ই নেই। তারা কিভাবে হামলা করবে? বিএনপি কখনো এ ধরনের কাজ করেনা। হামলা কে বা কারা করেছে জানিনা। কোন বিএনপির নেতাকর্মী জড়িত নয়।
হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য বলেন, আওয়ামীলীগ অফিসে হামলার ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু বাদী হয়ে ৪৭ জনের নামে মামলা করেছেন। তিনজন বিএনপি পদধারী নেতাকে গ্রেফতার করা হয়েছে।