নিখোঁজের ২৪ দিন পর দুই মাদ্রাসাছাত্রীকে উদ্ধার


মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ২৪ দিন পর দুই মাদ্রাসাছাত্রীকে ঢাকার হাজারীবাগ থেকে উদ্ধার করেছে পুলিশ। তারা দুজন সিংগাইরের জয়মণ্টপ ইউনিয়নের দশানি গ্রামের দেওলী হযরত সাওদা (রা.) বালিকা মাদ্রাসার হেফজখানার শিক্ষার্থী।

নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী হলো জয়মণ্টপ ইউনিয়নের তাসলিমা আক্তার তিবনা ও ঢাকার নবাবগঞ্জের সোহানা আক্তার।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ঢাকার হাজারীবাগ থেকে পরিবার ও পুলিশের সহযোগিতায় এদের উদ্ধার করা হয়েছে।

এর আগে এ ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে ‘ সন্ধান মেলেনি দুই মাদ্রাসাছাত্রীর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

কাউকে কিছু না বলেই মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই দুই ছাত্রী। তাদের পরিবার অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ৩ অক্টোবর সিঙ্গাইর থানায় দুটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করে।

সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল ইমরান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিংগাইর থানায় মাদ্রাসার দুই ছাত্রী নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহযোগিতা নিয়ে ঢাকার হাজারীবাগ থেকে তাদের উদ্ধার করা হয়। তবে তারা কেন মাদ্রাসা থেকে চলে গিয়েছিল তদন্ত করে দেখা হচ্ছে।

Scroll to Top