মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব – ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব – ১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রসাশক ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী।
ফাইনাল খেলায় হরিরামপুর উপজেলা বালিকা টিম কে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয় সাটুরিয়া উপজেলা ও বালক দলে সিঙ্গাইর উপজেলা টিম কে ১-০ গেলে হারিয়ে বিজয়ী হয় মানিকগঞ্জ পৌরসভা।
এসময় অনন্যের মাঝে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসীন মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইমতিয়াজ মাহবুব,জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, ক্রীড়া সংগঠক এহতেশাম হোসেন খান ভূনু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম পারভেজ, পৌর কাউন্সিলর নাহিদুল ইসলাম, সাটুরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লাবু, হরিরামপ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল বাশার সবুজ, ক্রীড়া সংগঠক রিপন শিকদার, আনিছুর রহমান হিমু, মো: আনোয়ার হোসেন আনু প্রমূখ।