রূপগঞ্জকে বদলে দিতে চান সেলিম প্রধান

নারায়নগঞ্জের রূপগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম প্রধান।

শনিবার (২১ অক্টোবর) রূপগঞ্জের বেশ কয়েকটি দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সেলিম প্রধান বলেন, আমি রূপগঞ্জকে পরিবর্তন করবো, আপনাদের সেই নিশ্চয়তা দিচ্ছি। তবে আমি রাজনীতি করবো না, এমপি নির্বাচনও করব না। অনেক দিন পর আমি এলাকায় এসেছি। আমার এলাকায় অনেক ভালো কাজ হয় আবার খারাপ কাজও হয়। রূপগঞ্জ উপজেলাকে পরিবর্তন করতে বাকি জীবন এলাকাতেই থাকব, সময় কাটাব।

তিনি আরও বলেন, রাজনীতি করার ইচ্ছা আমার নেই। এটা এক ধরনের জব। আমি চাই মানুষ যা চায় তা যেন পায়। জনগণ মনে করেন আমি ভোটটা দিলাম আপনারা আমাদেরকে দেখবেন। অথচ ভোট পাওয়ার পরে গরীব নিরীহ মানুষের খবর আর কেউ নেয় না।

এর আগে, ২০১৯ সালের ১ অক্টোবর অনলাইন ক্যাসিনো কান্ডের অভিযোগে গ্রেপ্তার করেছিল র‌্যাব। তার বিরুদ্ধে আগে কোন অভিযোগ ছিল না। সেলিম প্রধান তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবী করেছেন।

Scroll to Top