মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম বলেছেন,আমি বুক ফুলাই কথা বলি, কোন পারসেন্ট খাইনা। যা আসে তাই দেই।
বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচ টার দিকে মানিকগঞ্জের হরিরামপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় বিএনপির উদ্দেশ্যে বলেন, যতই হাউকাউ করুক, তাদের নেতা কে! হাউকাউ করে লাভ নেই।
বিএনপির রাজনীতি বিষয়ে মমতাজ বেগম বলেন, বিএনপি পূজায় প্রোগ্রাম দিলো, জনগণের সমস্যা তৈরি করলো।
এ সরকার যে উন্নয়ন করেছে, বিদ্যুৎ, রাস্তা, স্কুল ভবন, কলেজ সরকারি করেছে, পদ্মা ভাঙন রোধে কাজ করছে, যখন কাজ দরকার, তখনই সরকার বরাদ্দ দিচ্ছে। মডেল মসজিদ নির্মান, স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিক করেছে এ সরকার। আমরা গাড়ি চলার রাস্তা করেছি। আর কাজ করছি বলেই বাড়ি পর্যন্ত রাস্তা চাহিদা আসছে।
এসময় তিনি বলেন, সবাইকে কেন্দ্রে যেতে হবে, নিজের ভোট নিজে দিব, তবে ভোটটা আমাকে দিবেন, ভোটটা নৌকায় দিবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহরিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম মহীউদ্দীন এডভোকেট। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি তাপসী রাবেয়া, হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব বক্তব্য রাখেন।