মানিকগঞ্জে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

খাব্বাব হোসেন ত্বহা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে শেখ রাসেল দিবস।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ৮ টায় জেলা শহরের শহীদ স্মৃতিফলকে পুস্প অর্পণের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু করা হয়। সকাল ৮.৩০ মিনিটে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‍্যালির প্রধান আকর্ষন ছিলো শেখ রাসেলের স্মরণে শিশুদের সাইকেল র‍্যালি।

এসময় মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার, পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান এড. গোলাম মহিউদ্দিন, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top