অবৈধ দোকান উচ্ছেদের আবেদনকারীর বিরুদ্ধে চাদাঁবাজি ও ভাংচুরের অভিযোগ

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের বলড়া বাজারের ভাড়ারিয়া অংশে সরকারি খাস জমি দখল করে নির্মিত অবৈধ দোকান উচ্ছেদের আবেদন করায় আবেদনকারী মোস্তফার বিরুদ্ধেই চাদাঁবাজি ও ভাংচুরের অভিযোগ করছেন অবৈধ দোকান মালিক সায়েম খান, এমনটাই অভিযোগ করেছেন মোস্তাফা। মোস্তফা হরিরামপুর উপজেলার বলড়া এলাকার কুতুমদ্দিনের ছেলে এবং সায়েম খান একই এলাকার তৈয়ব আলীর ছেলে।

মোস্তফা ও স্থানীয়রা জানান, সম্প্রতি অবৈধ ভাবে দোকান উত্তোলনের সময় স্থানীয় ভূমি কর্মকর্তা ও পুলিশ প্রশাসন বাঁধা দিলেও দোকান নির্মান করেন সায়েম খান। পরে কে বা কারা যেন দোকানটি ভেঙে দেয় । এ ঘটনাকে কেন্দ্র করে মোস্তফাসহ কয়েকজনকে আসামী করে আদালতে মামলা করে সায়েম খানের মা জহুরা বেগম। এছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বরাবরও অভিযোগ করেন তিনি।

অভিযোগের ভিত্তিতে সম্প্রতি কয়েকটি পত্রিকায় ও বেসরকারি টেলিভিশনে চাদাঁ না দেয়ায় ভূমি কর্মকর্তার সহযোগীতায় প্রবাসীর দোকান ভাংচুরের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে ।

মোস্তফা আরো বলেন, তিনি ২০২২ সালে সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) বরবার সরকারি খাস জমি দখল করে নির্মিত অবৈধ দোকান উচ্ছেদের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে উপজেলা ভূমি অফিস অবৈধ ১০জন দোকান মালিককে নোটিশ দেয়। আদালতে দেওয়ানী মামলা থাকায় আইনি জটিলতায় উচ্ছেদ কার্যক্রম স্থগিত হয়। এই জন্যই তার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

সস/

Scroll to Top