মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্ণামেন্টের অনৃর্দ্ধ-১৭ ফুটবল খেলার শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এই টুর্ণামেন্টের উদ্বোধন হয়। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই টুর্ণামেন্টের আয়োজন করেন।
উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপে অংশ গ্রহণ কারি দল ঘিওর উপজেলাকে ৩-০ গোলে পরাজিত করে সদর উপজেলা বিজয়ি হয়।
অপর দিকে বঙ্গমাতা টুর্ণামেন্টেও ঘিওর উপজেলাকে ৩-১ গোলে পরাজিত করে সদর উপজেলা দল বিজয়ি হয়।
এই খেলায় জেলার ৭টি উপজেলা এবং একটি পৌরসভার নিয়ে মোট ৮টি দল অংশ নিচ্ছে এই টুর্ণামেন্টে।
উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেহেনা আকতার, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা প্রমুখ।