নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয় উপজেলার অন্বয়পুর এলাকায় ডা: ওয়াজেদ মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৪ অক্টোবর) বিকেলে ফিরোজা জেনারেল হাসপাতালের আয়োজনে দিন ব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে স্থানীয় তিন শতাধিক গরীব ও দু:স্থ্য গ্রামবাসীদের মাঝে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামুল্যে চিকিৎসা ও ঔষধ দেয়া হয়।
এ সময় শিবালয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল উদ্দিন,সদস্য রেজাউল করিম লাভলু, আলী আকবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফিরোজা জেনারেল হাসপাতালের পরিচালক ওয়াহিদুর রহমান বলেন, প্রতি বছর তার বাবা প্রয়াত ডা: ওয়াজেদ মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়ে থাকে। এছাড়া প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দেয়া হয়।