নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জবাসী কথা রেখেছে। ভোট দিয়ে আওযামলিীগকে জয়যুক্ত করেছে। শেখ হাসিনাও কথা রেখেছেন। মানিকগঞ্জকে তিনি অনেক উন্নয়ন দিয়েছেন। আজ দুপুরে মানিকগঞ্জে জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
তিনি আরো বলেন, করোনার সময় আমরা সবার পাশে ছিলাম। শেখ হাসিনা পাশে ছিলো, আওয়ামীলীগ পাশে ছিলো। বিরোধীদল পাশে আসেনি বরং তারা কটাক্ষ করে করোনার টিকা নিয়ে বলেছিলেন এখানে শুধু পানি আছে,, এগুলো মুরগীর ভ্যাকসিন এগুলো কোন কাজে আসবে না। কিন্তু ঠিকই আমরা করোনা মোকাবেলা করেছি। এছাড়া রাজনীতি ও নির্বাচন বিষয়ক দিকনির্দেশনামুলক কথাও বলেন তিনি।
মানিকগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক রেহেনা আকতার ও জেলা পরিষদ চেয়ারম্যান এড. গোলাম মহিউদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন।
এসময় জাহিদ মালেক বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সারাদেশ ব্যাপী একযোগে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। প্রাথমিকভাবে এই কার্যক্রম ১ মাস ব্যাপী চলবে। এক মাসের মধ্যে জেলার এক হাজার ১৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ৭১ হাজার ৪১৫ জন ছাত্রীকে টিকা দেওয়া হবে বলেও জানান তিনি। পরবর্তীতে যারা বয়স্ক আছেন তারও পর্যায়ক্রমে এই ভ্যাকসিনের আওতায় আসবেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।