মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ফিলিস্তিনিদের উপর ইসরায়িলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ পালিত হয়েছে।
শুক্রবার (১৩ আগষ্ট) জুমা নামাজের পর জেলা শহরের শহীদ রফিক চত্তর থেকে মিছিল শুরু হয়ে বাসস্ট্যন্ড এলাকায় গিয়ে একটি পথ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সরকারি দেবেন্দ্র কলেজ মসজিদের ইমাম ও খতিব আব্দুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি মুজিবুর রহমান, মাওলানা আশরাফুল আলম, ক্বারী মুরাদ হোসেন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আশিকুল ইসলাম সানোয়ার, মাওলানা হাবিবুর রহমান, মুফতি জুবায়ের হুসাইন ফয়জী প্রমুখ।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনিদের উপর ইসরায়িলিদের হামলার প্রতিবাদ করে ইসরায়িলি পন্য বর্জনের ঘোষনা দেন।