জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের এইচপিভি টিকা দেওয়া হচ্ছে

মানিকগঞ্জ প্রতিনিধি: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত নিরাপদ ও কার্যকর। একারণে ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এইচপিভি টিকা প্রদান করা হবে। আগামী ১৫ অক্টোবর জেলা শহরের এসকে সরকারি বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই টিকা কার্যক্রমের উদ্বোধন হবে।

বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সিভিল সার্জন কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মানিকগঞ্জে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ ঈষিতা ফারহা।

তিনি বলেন, ‘আগামী ১৮ কর্মদিবসের মধ্যে জেলার এক হাজার ১৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ৭১ হাজার ৪১৫ জন ছাত্রীকে টিকা দেওয়া হবে।’

এর আগে, চলতি মাসের ২ তারিখে ঢাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আল-আমিন ও ডাঃ ইসমত জাহান ভুইয়া

Scroll to Top