এনজিও’র কিস্তি বকেয়া হওয়ায় ঋণ গ্রহীতাকে মারধর

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে এনজিও’র ঋণের কিস্তি বকেয়া হওয়ায় ঋণ গ্রহীতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে সেতু নামের একটি এনজিও’র কর্মকর্তাদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ভুক্তভোগী মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মানিকগঞ্জ পৌর এলাকার বাসিন্দা নজরুল ইসলামের স্ত্রী আফছানা। স্বামী-স্ত্রী দুইজনেই পেশায় রাজমিস্ত্রির সহকারী। থাকেন টিনসেট একটি ভাড়া বাসায়। স্বল্প আয়ে সংসার চালাতে হিমশিম খাওয়ায় স্বামীকে অটো রিক্সা কিনে দেওয়ার জন্য সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) নামের এনজিও থেকে চলতি বছরের এপ্রিল মাসে ৬০ হাজার টাকা ঋণ নেন আফছানা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং বাসা ভাড়ার খরচ মেটাতে হিমশিম খাচ্ছিলো তারা। যে কারণে কয়েকটি কিস্তি দিতে বিলম্ব হয় আফছানার। এদিকে কিস্তি বকেয়া হওয়ায় আফছানার বাড়ি যান ওই এনজিও’র কর্মকর্তারা। কিস্তি পরিশোধের জন্য চাপ দিলে কিছুদিন সময় চান আফছানা। এক পর্যায়ে এনজিও’র কর্মকতারা তাকে অমানবিকভাবে মারধর করে।

এ বিষয়ে জানতে চাইলে এনজিও’র শাখা ব্যবস্থাপক বলেন ঋণ গ্রহীতাকে কিস্তির টাকা পরিশোধের চাপ দেয়া হয়েছে । তাকে কোন মারধর করা হয়নি। তারা যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন।

এমন ঘটনায় ওই ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এলাকাবাসী ও স্বজনরা এনজিও’র কর্মকর্তাদের এমন ঘটনায় বিচার চেয়ে বলেন দেশে এমন ঘটনা প্রতিনিয়তই ঘটছে। তাই এসব ঘটনায় সুষ্ঠ বিচার করতে হবে।

Scroll to Top