স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১৪০ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মুল্য ১৪ লাখ টাকা।
মঙ্গলবার (১০ আগষ্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খানের নির্দেশনায় ডিবি ইনচার্জ আবুল কালামের তত্ত্বাবধানে এসআই(নিঃ) রিপন নাগ এর নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল সদর থানার বেউথা-হেমায়েতপুর সড়ক এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক রাত ৮ টার দিকে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতাররা মানিকগঞ্জের সদর থানার বেউথা এলাকার মৃত আঃ হালিমের ছেলে মোঃ জুয়েল (৩৫), বড় সৌরন্ডী এলাকার মোঃ ইজ্জত আলীর ছেলে মোঃ সাগর (২৩) ও মৃত বদর উদ্দিনের ছেলে মোঃ হৃদয় (২৪)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানায় ডিবি।