নিজস্ব প্রতিবেদক: প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে মানিকগঞ্জ সাংস্কৃতি বিপ্লবী সংঘ সাবিস মিলনায়তনে দুই দিন ব্যাপি নানান অনুষ্ঠানের আয়োজন করেছিলেন জেলা পরিষদ। মঙ্গলবার রাতে আলোচনা সভা ও কলেজ শিক্ষার্থীদের হাতে শেখ হাসিনার লেখা বই এবং সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় প্রধান মন্ত্রীর জন্মদিনের আয়োজন।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর রেজাউল করিম, সহযোগি অধ্যাপক গিরেন্দ্র চন্দ্র রায়, প্রভাষক রুহুল জামান সুজন, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল বাশার, পরিষদের সদস্য হায়দার আলী প্রমূখ।
জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দিন জানান, প্রধান মন্ত্রীর জন্ম দিন উপলক্ষে জেলা পরিষদ দুই দিন ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দুলর্ভ কিছু ছবি প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আলোচনা সভা শেষে তিনটি কলেজের শতাধিক শিক্ষার্থীদের মাঝে “শেখ হাসিনার লেখে আমার পিতা বঙ্গবন্ধু”বই তুলে দেওয়া হয়।