মানিকগঞ্জে নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭

মানিকগঞ্জে নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক: জমির সীমানা নির্ধারনকে কেন্দ্র করে মানিকগঞ্জের ঘিওর উপজেলার মাইলাগী গ্রামের মৃত সাইজুদ্দীনের স্ত্রী ছয় সন্তানের জননী লাইলী বেগম (৫০) কে পিটিয়ে হত্যার অভিযোগে রাত সাড়ে ১২ টার দিকে ৭ আসামীকে আটক করেছে ঘিওর থানা পুলিশ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঘিওর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঘিওরের মাইলাগী এলাকায় জমি সংক্রান্ত  বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় ঘিওর থানায় ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের ছেলে সাইফুল ইসলাম। এর পর ঘিওরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলার মূলহোতাসহ ৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার হানিফ(৪৫), মনোয়ার(৩২), লাইলী বেগম(৩৫), চম্পা(৫৫), হারান মল্লিক(৫৫), সুফিয়া(৫০), মাইনুদ্দিন মানু(৩৮)।

জানাগেছে, নিহত লাইলী বেগমের পরিবারের সঙ্গে একই গ্রামের হানিফ ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমিরভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে (২৯ সেপ্টেম্বর) শুক্রবার বেলা ২টার দিকে অনিল জোরপূর্বক জমির সীমানা ঘেষে ঘর তুলতে যায়। সাইফুল ও তার ফুফাতো ভাই শহিদ তাদেরকে ঘর তুলতে নিষেধ করে। এক পর্যায়ে তাদের গাছের ডাল দিয়ে অর্তকিত মারধর শুরু করে। ঘটনাস্থলে লাইলী বেগম এগিয়ে আসলে তারা ক্ষীপ্ত হয়ে লাইলী বেগমকে এলোপাতাড়ি  গাছের ডাল দিয়ে মারধর শুরু করলে মুর্হুতের মধ্যে সে মাটিতে লুটিয়ে পরে। গুরুতর আহত অবস্থায় লাইলী বেগমকে স্বজনরা উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Scroll to Top