আধা ঘন্টায় পদ্মায় গিলে খেল ১২টি বসত ভিটা

আধা ঘন্টায় পদ্মায় গিলে খেল ১২টি বসত ভিটা

মানিকগঞ্জ প্রতিনিধি: মাত্র আধা ঘন্টায় পদ্মায় গিলে খেল ১২টি বসত ভিটা। ঘটনাটি মানিকগঞ্জের হরিরামপুরের  ধূলসড়া ইউনিয়নে। এই ভঙ্গনে ১২ টি বাড়ি, ধানিজমি, ভুট্টাক্ষেতসহ ৪ টি বসতঘড় পদ্মায় বিলীন হয়ে গেছে।  এ ছাড়াও ভাঙন ঝুকিতে রয়েছে একটি প্রাইমারি স্কুলসহ অর্ধ শতাধিক বসতবাড়ি।

সোমবার রাত নয়টার দিকে উপজেলার ধূলশুড়া ইউনিয়নের আবিধারা ও ইসলামপুর  এলাকায়  ভাঙনে নি:স্ব ১২ টি পরিবার। পদ্মায় বিলীনের পথে ৪৬ নং চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির একটি পিলার পদ্মায়। ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

ভাঙ্গন কবলিত ইসলামপুর গ্রামের গৃহবধূ ময়না বেগম বলেন,  ৫ মন সরিষা,  ৫০ মন ধান, ৪ মন তিল ও ভুট্টা সহ আমার ঘর পদ্মায় গিলে খেয়েছে মাত্র  ৩০-৪০ মিনিটে আমার সবকিছু শেষ। আমরা আজ পথের ফকির হয়ে গেছি।

আবিধারা এলাকার হারুন ও সাগর জানান, আবিধারা ও ইসলামপুর গ্রামের লিটনের ঘর, বাদলের ঘড় ৩ টা, রফিজ, কালামের বাড়ি, সেকেন্দার দোকান, শাহিনের বাড়ি, আফজাল বিশ্বাস, সিদ্দিক মেম্বারের বাড়ি বিলীন হয়ে গেছে।  ঘরসহ ১২ টি  বসতবাড়ি ও ধান, ভুট্টা, তিল পদ্মায় চলে গেছে।

এছাড়া গৃহবধূ সালমা আক্তার, কাঞ্চন বেপারি, মীর বাসেদসহ এলাকাবাসীরােআহাজারী করে বলেন, রাইতে ভূমিকম্পের মতো সব শ্যাষ হইয়া গেছে। আধা ঘন্টায় আমগো সব ছিল স্বপ্নেও ভাবিনি, আমগো এমন দশা হইবো। আমগো দু:খের শেষ নাই। আমরা এখন কি করব, কোথায় যাব।

ধূলশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ খান বলেন, আমার কাছে মনে হয়েছে ভূমিকম্প হচ্ছে। ৩০-৪০ মিনিটে ১২ টা বাড়ি শেষ। স্কুল যেকোন সময় শেষ হয়ে যাবে। গতকাল চোখের সামনে বাড়ি গুলো শেষ হতে দেখছি। সারা রাত পদ্মার পাড়েই ছিলাম।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত)  তাপসী রাবেয়া বলেন, আমি ভাঙন এলাকা পরিদর্শন করেছি। এডিসি জেনারেল স্যার পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলীও ছিলেন। পানি উন্নয়ন বিভাগ  এই ভাঙ্গন রোধে কাজ করছেন।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী  মো. মাঈন উদ্দীন  বলেন, সকাল থেকে স্পটে রয়েছি। এ এলাকায় পানি উন্নয়ন বিভাগ থেকে আপদকালীন সময়ে ১২০০ মিটার কাজ চলছে। হঠাৎ করেই গতরাতে কয়েকটি বাড়ি বিলীন হয়ে গেছে। জিও ব্যাগের পাশাপাশি, জিও টিউব ও ডাম্পিং শুরু করেছি। আশা করি ভাঙন রোধ করা সম্ভব হবে।

Scroll to Top