ডিবির পৃথক অভিযানে হেরোইন, ইয়াবাসহ জুয়ার আসর থেকে গ্রেফতার ৪

ডিবির পৃথক অভিযানে হেরোইন, ইয়াবাসহ জুয়ার আসর থেকে গ্রেফতার ৪

অভি হাসান দেওয়ান:মানিকগঞ্জে ডিবির তিনটি পৃথক অভিযানে ২৫ লাখ ৩০ হাজার  টাকার হেরোইন, নগদ ৫১২০ টাকা সহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গতকাল১৩ আগস্ট দিনের বিভিন্ন সময়ে মানিকগঞ্জ সদর এবং সিংগাইর উপজেলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশ পরিদর্শক আবুল কালাম। 

গ্রেফতাররা হলেন- সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ বেপারী পাড়ার মোঃ মজিবর ডাকাত ওরফে পীর সাহেবের ছেলে মোহাম্মদ জালাল বেপারী (৪২),পূর্ব ভাকুম গ্রামের মৃত ছকেল শিকদারের ছেলে মোহাম্মদ তারা শিকদার (৬১), ঘিওর উপজেলার চর মির্জাপুরের মৃত মোঃ মালেকের ছেলে মোঃ মিজানুর রহমান (২৯) ও মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ৬নং ওয়ার্ডের মৃত অহিদ মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৫৩)।

ডিবি পুলিশ জানায়,১৩ তারিখ বেলা ৩ টার দিকে পশ্চিম ভাকুম গ্রামের সাগর ফকির ওরফে আবেন ফকিরের চারচালা টিনের ঘরের ভিতর থেকে জালাল ও তারাকে নগদ ৫১২০ টাকা সহ জুয়া খেলারত অবস্থায় আটক করা হয়। এ সময় আরো দুই আসামি আবজাল এবং আবেদ ফকির দৌড়ে পালিয়ে যায়। জালাল ও তারার  বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এছাড়া একই দিনে মানিকগঞ্জ পৌরসভার জয়রা এলাকায় রাত ৯ টার দিকে মুক্তিযোদ্ধা ঠান্ডু মিয়ার নির্মানাধীন মার্কেটের সামনে পাকা রাস্তার কাছ থেকে মিজানুর রহমানকে ১০০পিস ইয়াবা সহ আটক করা হয়।

এদিকে রাত একটার দিকে মানিকগঞ্জ সদর থানার বাড়াই ভিকরার শাহাতনের বাড়ির সামনে থেকে জাহানারা বেগমকে আটক করা হয়।এসময় তার সাথে থাকা ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জাহানারার বিরুদ্ধে এর আগেও আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল কালাম বলেন, মানিকগঞ্জে তিন’টি পৃথক অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছে নগদ ৫,১২০ টাকা, ইয়াবা ১০০ পিস যার মূল্য প্রায় ৩০,০০০ টাকা এবং ২৫০ গ্রাম হিরোইন যার মূল্য প্রায় ২৫,০০,০০০ টাকা পাওয়া যায়

তিনি আরও বলেন, গ্রেফতার জালাল ও তারার বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এবং মিজানুর ও জাহানারার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়েছে।

Scroll to Top