মানিকগঞ্জে পেটে গজ রেখে সেলাই, তদন্ত কমিটি গঠন

মানিকগঞ্জে পেটে গজ রেখে সেলাই, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের সিটি হাসপাতালে জরায়ু অপারেশনের সময় পেটে মপ (রক্ত পরিষ্কারের তুলা জাতীয় বড় আকৃতির কাপড়) রেখে সেলাই করার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

তদন্ত কমিটিতে সহযোগী অধ্যাপক ডা. জাহাঙ্গীর মো. সরোয়ারকে সভাপতি, মানিকগঞ্জ জেলা হাসপাতালের গাইনি বিভাগের সিনিয়র কনসাল্টেন্ট  ডা. রুমা আক্তার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আল আমিনকে সদস্য করা হয়েছে। 

বুধবার (৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী চৌধুরী এ তদন্ত কমিটি গঠন করেন। 

কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। 

জানতে চাইলে সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী চৌধুরী বলেন, ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে। কমিটিতে একজন সিনিয়র সার্জন, একজন গাইনি বিশেষজ্ঞ ও সিভিল সার্জন অফিসের একজন প্রতিনিধি রাখা হয়েছে। তারা তদন্ত করে প্রতিবেদন দিলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

উল্লেখ্য, গত ২ জুলাই মানিকগঞ্জ শহরে অবস্থিত সিটি হাসপাতালে রেহানা আক্তার নামে এক নারীর জরায়ু অপারেশনের সময় পেটে মপ রেখে সেলাই করেন ডাক্তার এমদাদুল হক ইমন। এ ঘটনায় সত্য সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এ তদন্ত কমিটি গঠন করা হলো।

Scroll to Top