মানিকগঞ্জ প্রতিনিধি:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছার ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসুচী পালিত হয়।
জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।
সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, দপ্তর সম্পাদক এহতেশাম হোসেন খান ভুনু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক খান তুষার, সাধারন সম্পাদক আবুল বাশার,বায়রা ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ সহ দলীয় নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছার ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। পরে এলাকাবাসী সহ উপস্থিত নেতাকর্মীদের মাঝে খাবার বিতরন করা হয়।