স্টাফ রিপোর্টার: ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করতে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এরইমধ্যে গতমাসে লেবাননে চালানো এক হামলার ভয়াবহ তথ্য দিলেন প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি। সোমবার (২৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননের সিদর শহরে বোনের বাসা বেরাতে যান হিচাম আল-বাবা। ছয়তলা ওই আবাসিক ভবনে ছিল ১৭টি অ্যাপার্টমেন্ট। সেখানেই বিভিন্ন সদস্য নিয়ে থাকতেন বিভিন্ন পরিবার। হিচাম আল-বাবার বোনের পরিবারও ছিলেন সেখানে।
গত ২৯ সেপ্টেম্বর ওই ভবনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় পুরো ভবন বিধ্বস্ত হয়। হামলায় নিহত হয় ৭৩ জন। ওই ভবনের ধ্বংসাবশেষের নিচে সেইদিন চার ঘণ্টা ধরে আটকা ছিলেন হিচাম।
আটকা অবস্থাতেই হিচাম তার বোনকে অনবরত কল করছিলেন। কিন্তু তার পরিবারের কেউ ফোন ধরছিলেন না। বার্তাসংস্থা এপিকে হিচাম বলেন, কেউ একটা শব্দও করেনি, আমি কোনো চলাচলের শব্দ শুনতে পাইনি।
এএফপি বলছে, গত সেপ্টম্বর থেকে লেবাননে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল। এতে দেশটিতে এখন পর্যন্ত নিহত হয়েছে এক হাজার ৬১৫ জন। সেইসঙ্গে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ লেবানিজ।