আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

স্টাফ রিপোর্টার: গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ বুধবার (২৩ অক্টোবর) নরসিংদী ও আশপাশের কিছু এলাকায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২২ অক্টোবর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাইপলাইন জরুরি স্থানান্তরের জন্য নরসিংদী, চিনিশপুর, আবেদ টেক্সটাইল ঘোড়াদিয়া, থার্মেক্স গ্রুপ, বৈশাখ স্পিনিং, কারার চর এবং শিবপুর এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একইসঙ্গে আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কমে যেতে পারে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Scroll to Top