স্টাফ রিপোর্টার: বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ১১ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করেছে করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। ‘কাজের স্বার্থে ও জনস্বার্থে’ তাদের এ বদলি বা স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে পৃথক অফিস আদেশে বলা হয়েছে। তবে চার দফা দাবিতে চলমান পবিস কর্মীদের আন্দোলন দমাতে এ বদলি করা হয়েছে বলে জানিয়েছেন সমিতিগুলোর কয়েক জন কর্মকর্তা। বদলিকৃতদের মধ্যে অন্তত ছয় জন গত শনিবার একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন।
আরইবির পরিচালক (প্রশাসন) মো. মাহফুজুল হক স্বাক্ষরিত অফিস আদেশগুলো অনুযায়ী, নওগাঁ পবি-২ এর জিএম শাহ মো. রাজ্জাকুর রহমানকে ও নরসিংদী পবিস-১ এর ডিজিএম মো. আব্দুল্লাহ আল হাদীকে আরইবির চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। নরসিংদী পবিস-২ এর জুনিয়র ইঞ্জিনিয়ার মুহাম্মদ শরীফুল ইসলাম ভূঁইয়াকে ও ঢাকা পবিস-১ এর জুনিয়র ইঞ্জিনিয়ার মো. তামজিদুল ইসলামকে যথাক্রমে সংযুক্ত করা হয় কক্সবাজার আরইবির নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এবং আরইবি রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে। চট্টগ্রাম পবিস-১ এর এজিএম আব্দুল্লা আল মামুনকে রাজশাহী তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়। যশোর পবিস-১ এর মো. শাহানুর রহমান, মানিকগঞ্জ পবিসের তামান্না নাসরিন ও আবুল কালাম আজাদকে যথাক্রমে চট্টগ্রাম পবিস-২, ভোলা পবিস এবং সিলেট পবিস-১ এ বদলি করা হয়েছে।
আজ সোমবারের মধ্যে বদলিকৃত ১১ জনকে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। চাকরিস্থল স্থানান্তরিত হওয়া বাকিদের মধ্যে রয়েছেন ঢাকা পবিস-৩ এর মো. মাহবুবুর রহমান, পটুয়াখালী পবিসের সুকদেব বাড়ৈ, গাজীপুর পবিস-১ এর শেখ রহমত উল্লাহ নাজির। এর আগে গত ১৬ ও ১৭ অক্টোবরে ১১ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেয় আরইবি।
বিদ্যুৎ খাতে অস্থিতিশীলতা তৈরি এবং গত বৃহস্পতিবার চাকরিবিধি লঙ্ঘন করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ বা ‘শাটডাউন’ করায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আরইবির এক শীর্ষ কর্মকর্তা জানান।
গত শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সরকারের প্রতি চার দফা বাস্তবায়নের দাবি জানান পবিসের আন্দোলনরতরা কর্মীদের একটি অংশ। দাবিগুলো হলো—আরইবি কর্তৃক সৃষ্ট অস্থিতিশীল পল্লী বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য অবিলম্বে মামলা প্রত্যাহার করে ২৪ জনের চাকরি ফিরিয়ে দেওয়া ও স্ট্যান্ড রিলিজ এবং সংযুক্ত দুইজনকে পদায়ন করা; গ্রাহকের কাছে জবাবদিহি নিশ্চিতের জন্য সমিতি ও বোর্ড সংস্কার করে একীভূত করে একটি প্রতিষ্ঠান করা ও স্থায়ী পদের বিপরীতে চুক্তিভিত্তিকদের নিয়মিত করা; ছাত্র সমন্বয়কসহ স্বাধীন কমিশন গঠন করে সংস্কার না হওয়া পর্যন্ত পল্লী বিদ্যুৎ নিয়ন্ত্রণ করা এবং আরইবির দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা।