স্টাফ রিপোর্টার: গাজীপুরে প্রোডাকশন বোনাসের পারসেন্টেজ ও ঈদ বোনাস বাড়ানো এবং ১৪ হাজার টাকা বেসিক প্রদানসহ বিভিন্ন দাবিতে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। তবে শিল্পপুলিশ ও গার্মেন্টস মালিকপক্ষের আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৮টায় মহানগরীর মালেকেরবাড়ি এলাকায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
গাজীপুর শিল্পপুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে তারা মালিকপক্ষের সঙ্গে এখন আলোচনা করছেন। শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
শ্রমিকরা জানান, তারা জাং অন করপোরেশন লিমিটেডের কারখানায় কাজ করেন। তাদের প্রোডাকশন বোনাসের পারসেন্টেজ, ঈদ বোনাস ৫০ শতাংশ এবং ১৪ হাজার টাকা বেসিক প্রদানসহ আরও কিছু সুযোগ-সুবিধা দিতে হবে।
শিল্প পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘শ্রমিকরা ১৫ মিনিটের মতো মহাসড়ক অবরোধ করেছিলেন। এখন কারখানার আশপাশে রয়েছেন।’
এ বিষয়ে জানতে জাং অন করপোরেশন লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা সাড়া দেননি। তবে কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এই পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক রয়েছেন। বেশিরভাগই আজ বিক্ষোভে অংশ নিয়েছেন।