স্টাফ রিপোর্টার: সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর নির্ধাণের দাবিতে আন্দোলনকারী চাকরিপ্রত্যাশীদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে রয়েছে।
এদিন আন্দোলনকারীরা শাহবাগে অবস্থানের পর দুপুর সোয়া ১টায় তারা যমুনার সামনে পৌঁছায়। এ সময় পুলিশকে মারমুখী ভঙ্গিতে দেখা যায়। তবে বাধা সত্ত্বেও সেখানে বিক্ষোভ করছেন চাকরিপ্রত্যাশীরা।
চাকরিপ্রত্যাশীরা বলছেন, ১ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে না নিলে সারাদেশের প্রত্যেক বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পরবে।
আজকের মধ্যে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপণ জারি না করলে তারা আন্দোলন বন্ধ করবেন না বলেও ঘোষণা দেন তারা।