সহকর্মী নেবে অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম “সত্য সংবাদ”

সত্য সংবাদ ডেস্ক: অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম সত্য সংবাদ ফিরেছে নতুন রুপে। সত্য প্রকাশে আপোষহীন এই সংবাদ মাধ্যম “বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণ ও সার্বিক ব্যবস্থাপনা গতিশীল করার লক্ষ্যে” বিবেচনা স্বাপেক্ষে কিছু সংখ্যক সহকর্মী নিতে আগ্রহী।

আবেদনের পদসমুহ (খালি থাকা সাপেক্ষে):

  • জেলা প্রতিনিধি (সকল)
  • ক্যাম্পাস প্রতিনিধি (সকল বিশ্ববিদ্যালয় ও জেলা সরকারি কলেজ)
  • মাল্টিমিডিয়া রিপোর্টার

আবেদনের যোগ্যতা: স্নাতক পাশ। তবে স্নাতক অধ্যয়নরত ও বিশেষ অভিজ্ঞতাসম্পন্নদের বিবেচনা করা হবে।

যোগাযোগ: পদবী উল্লেখ করে সিভির JPG ফরম্যাটসহ ফেইসবুক পেইজে ম্যাসেজের মাধ্যমে আবেদন করতে অনুরোধ জানানো হচ্ছে। পেইজ লিংক: https://www.facebook.com/satyasangbadofficial

Scroll to Top