স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে দু’জনেই নিখোঁজ হয়েছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এখন ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে কাজ চালাচ্ছে।
নিখোঁজ ব্যক্তিরা হচ্ছেন – চর জামালপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মহিদুল ইসলাম (৫০) এবং তার মেয়ে রাফা আক্তার (১১)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার রতন আলী।