টেকনাফে স্বর্ণের লোভে শিশু হত্যার মূলহোতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: কক্সবাজারের টেকনাফে সোনার লোভে শিশু তাহমিনা আক্তার হত্যার মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারব্যক্তি টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝের ডেইলের মো. আইয়ুবের ছেলে নুর হাফেজ (২৬)। তাকে টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) কক্সবাজার র‍্যাব-১৫ ল’ এন্ড মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর সকালে ভিকটিম তাহমিনা আক্তার(৭) মাদ্রাসায় গিয়ে স্কুলের পাশে খেলাধুলা করার সময় একই ওয়ার্ডে বসবাসরত রোহিঙ্গা নুর হাফেজ ভিকটিমের কানের দুলের লোভে তাকে প্রলোভন দেখিয়ে এক আত্মীয়ের বাসায় নিয়ে যায়। কানের দুল দুটি তার কান থেকে নিয়ে নিলে ভিকটিম তার বাবা-মাকে বলে দিবে বললে তখন নূর হাফেজ চুরির বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য মুখ চেপে ধরে তাহমিনাকে মেরে ফেলে। র‌্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ২২ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত নুর হাফেজকে গ্রেপ্তার করেছে ।

Scroll to Top