ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্যাম্পেইন

ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে র‌্যালী, লিফলেট বিতরণ ও মশক নিধন কাজ শুরু করেছে মানিকগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্যাম্পেইন

বুধবার দুপুরে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় থেকে বের করা হয় সচেতনতামুলক র‌্যালী। র‌্যালিটি ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকা ঘুরে  ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতাল চত্তরে এসে সিভিল সার্জন কার্যালয় ও নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট প্রাঙ্গনের আশপাশে ফগার মেশিন দিয়ে মশার ঔষধ ছিটানো হয়।

ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্যাম্পেইন

এসময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিং করা হয়। পাশাপাশি পথচারিদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করেন তারা।

র‌্যালীতে ৩৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট শিরিন সুলতানার নেতৃত্বে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রশিক্ষক শেখ মাজরুল ইসলামসহ ব্যাটালিয়ন ও জেলা কার্যালয়ের বিভিন্ন পদবীর ব্যাটলিয়ন আনসার সদস্য, সাধারন আনসারসহ ভিডিপি সদস্যরা অংশ নেয়।

Scroll to Top