ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটে “ফ্রি কম্পিউটার কোর্সের সার্টিফিকেট বিতরণ”

খাব্বাব হোসেন ত্বহা, বিশেষ প্রতিনিধি: দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে মানিকগঞ্জের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফ্রি কম্পিউটার ট্রেনিং কোর্সের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ মে) সকাল ১১টায় ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ক্যাম্পাসে অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে এই সার্টিফিকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ড. প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী। অন্যান্যদের মধ্যে মার্কেন্টাইল ব্যাংক মানিকগঞ্জ শাখার সভাপতি অর্ধেন্দু সেন, সিআরপি মানিকগঞ্জের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান প্রমুখসহ উক্ত প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফ্রি কম্পিউটার ট্রেনিং কোর্সে অংশ নেয়া শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ এবং কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়৷

উল্লেখ্য, বিভিন্ন সময় দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে মানিকগঞ্জের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষকে কারিগরি প্রশিক্ষন দিয়ে থাকে।

Scroll to Top