আবিদ হাসান, হরিরামপুর:মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে রাজিবুল ইসলাম (২৬) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩১ মার্চ) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান এ দন্ডাদেশ দেন।
কারাদণ্ডের সাজাপ্রাপ্ত রাজিবুল ইসলাম উপজেলার চালা ইউনিয়নের রসুলপুর গ্রামের ফরিদুর রহমানের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, উপজেলার চালা ইউনিয়নের রসুলপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার দায়ে রাজিবুল ইসলাম নামের একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।