মানিকগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত

মানিকগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত

নিজম্ব প্রতিবেদক: নানা আয়োজনে মানিকগঞ্জে জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন করেছে সরকারি শিশু পরিবার বালিকা শাখা।

দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার (১৭ মার্চ) বিকেলে প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা, কেক কাটা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, দোয়া ও তোবারক বিতরণ করা হয়েছে।

শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মোস্তফা হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাতেন, সহকারি পরিচালক মোহাম্মদ  এহিয়াতুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া জামান রত্না ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস।

Scroll to Top