দেওয়ান টেকনিক্যালে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

খাব্বাব হোসেন ত্বহা: মানিকগঞ্জে দেওয়ান টেকনিক্যাল স্কুল ও কলেজের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে প্রতিষ্ঠানের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ 

অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন।

আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা মোঃ ইয়াকুব আলী দেওয়ান ও পরিচালক দেওয়ান তানজিল আহমেদ, ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আলহাজ্ব বশির রেজা, বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস প্রমুখ। 

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কৃতী-মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন।

Scroll to Top