নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে বৈধ কাগজপত্র না থাকায় ৪টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে প্রত্যেককে বিশ হাজার টাকা করে মোট আশি হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুর ১২টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম।
জরিমানাকৃত ইটভাটাগুলো হচ্ছে- মানিকগঞ্জ সদর উপজেলার মেসার্স জামাল এন্ড সন্স, মেসার্স অসীম ট্রেডার্স, এ রহমান এন্ড কোং ও মেসার্স আব্দুল মালেক ব্রিকস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম জানান, ইট প্রস্তত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় ভাটাগুলোকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে । জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ ইউসুফ আলী জানান, অবৈধ ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ইট প্রস্তত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে। একইসাথে জরিমানাকৃত ইটভাটাগুলোকে ৩০ দিনের মধ্যে ইটভাটার কার্যক্রম বন্ধ অথবা আইন অনুযায়ী গ্রহণযোগ্য স্থানে স্থানান্তরের মুচলেকা গ্রহণ করা হয়েছে।
এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম সামিউল আলম কুরসী, পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।