সুবিধা বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন  শিশুদের শীতবস্ত্র বিতরণ

সুবিধা বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন  শিশুদের শীতবস্ত্র বিতরণ

অভি হাসান দেওয়ান:মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামে ডলি ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে ব্লুমস বিশেষায়িত বিদ্যালয়ে ৪৬ জন শিক্ষার্থীসহ এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ডলি ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম নিরু।

সোমবার ১৫ জানুয়ারি দুপুরে ব্লুমস বিশেষায়িত স্কুলের নিজস্ব মাঠপ্রাঙ্গনে স্কুলের শিক্ষার্থীসহ এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরন করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে নিরু বলেন, মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল করিম ভাইয়ের গড়া ব্লুমস আমাদের সকলের, আমার মায়ের নামে গড়া ডলি ওয়েল ফেয়ার ট্রাস্টের মাধ্যমে যতদিন পারবো এ প্রতিষ্ঠানের পাশে থাকার চেষ্টা করবো।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,ব্লুমস বিশেষায়িত বিদ্যালয়ের প্রধান শিক্ষন জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষিকা শামীমা নাছরিন শাওন,শামীমা নাছরিন সাথী, সহকারী হিসাবরক্ষক রাজিব আহাম্মেদ ও ফিজিওথেরাপিস্ট সামিউল সজিব।

Scroll to Top