নিজস্ব প্রতিবেদক: ঘণ কুয়াশায় রাত আড়াইটা থেকে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ভোর সাড়ে ৬ টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল শুরু হয়েছে ।
বিষয়টি নিশ্চত করেছেন স্থানীয় বিআইডব্লিউটিসি কৃর্তপক্ষ।
বন্ধের সময় নৌরুটে মাঝ নদীতে যাত্রী ও পরিবহন বোঝাই আটকে পড়া ২ টি ফেরি নোঙ্গর করতে বাধ্য হয়|
এ সময় কনকনে শীতে ভোগান্তিতে পড়েছে মাঝ নদীতে নৌঙ্গর করে থাক যাত্রী ও পরিবহন বোঝাই ফেরির যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
স্থানীয় বিআইডব্লিউটিসি জানায় ঘণ কুয়াশায় মার্কিং দেখতে না পাওয়ায সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে উল্লেখিত সময়ে এ নৌরু রুটে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছিল।
কুয়াশার ঘনত্ব কমে গেলে এ নৌরুটে পূণরায় ফেরি চলাচল শুরু করা হয়।
এ নৌরুটে আজ ১৪ টি ফেরি দিয়ে যাত্রী ও পরিবহন পারাপার করা হচ্ছে বলেও ঘাট কর্তৃপক্ষ জানান।