মাহিদুল ইসলাম মাহি, হরিরামপুর: মানিকগঞ্জের হরিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক সেবীকে ৬ মাসের জেলা দেয়া হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার ঝিটকা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আটককৃতরা হলেন, উপজেলার চালা ইউনিয়নের উত্তর মেরুনডি গ্রামের মজিদ আকন্দের ছেলে সেলিম আকন্দ এবং কৌড়ি গ্রামের হাসানের ছেলে শেখ জসিম।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আমরা। এরই ধারাবাহিকতায় আজ ঝিটকা বাজারে দুই মাদক সেবীকে ৬ মাসের জেল এবং ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য জানান, আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে দুইজনকে আদালতে প্রেরণ করা হয়।