নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে শোক ও গভীর শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পাল
দিবসটি উপলক্ষে সকাল ৮ টায় মানিকগঞ্জ শহিদ স্মৃতিস্তম্ভে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক রেহেনা আকতার, পুলিশ সুপার গোলাম আজাদ খান,জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, পৌরসভার মেয়র রমজান আলী, বিভিন্ন দলের নেতাকর্মী,পেশাজীবি সংগঠন সহ সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ।
এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলায় দিনব্যাপী নানা কর্মসূচি মধ্যে দিয়ে পালিত হবে দিবসটি।