মানিকগঞ্জ আশ্রয়ণ কেন্দ্রের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলার সামগ্রী বিতরণ 

মানিকগঞ্জ আশ্রয়ণ কেন্দ্রের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলার সামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম আশ্রয়ণ কেন্দ্রের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। একইসাথে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ  উদযাপন উপলক্ষে বিশেষ উঠান বৈঠকেরও আয়োজন করা হয়। সোমবার আশ্রয়ণ কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল।

নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদী সুহাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী  কমিশনার (ভূমি) আসমাউল হোসনা, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মিনার উদ্দিন ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন।

এছাড়া মানিকগঞ্জ সদর সদর উপজেলা তথ্যকেন্দ্রের সবাই উপস্থিত ছিলেন। 

যারা ঘর পেয়েছেন তাদেরকে শাকসবজি চাষ করে এবং হাঁস-মুরগী পালনের মাধ্যমে সাবলম্বী হওয়ার আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল।

শিশুদের সময়মতো বিদ্যালয়ে প্রেরণেরও অনুরোধ জানান তিনি।

Scroll to Top