শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি : মানিকগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ 

শেখ হাসিনাকে হত্যার হুমকি :মানিকগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ 

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানিকগঞ্জে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শহীদ রফিক সড়ক প্রদক্ষিনের শেষে মিছিলটি সমাপ্ত হয়ে কোর্ট চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা এবিএম হেলাল উদ্দিন, ডায়াবেটিকস সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, তায়েবুর রহমান টিপু, কাজী এনায়েত হোসেন টিপু, বাবু সুদেব কুমার সাহা, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা ও যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি সহ , সেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Scroll to Top