মানিকগঞ্জে ৮৮ ফুটসেল ফুটবল টুর্নামেন্টে জয়রা ভান্ডারী বয়েজ চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জে ৮৮ ফুটসেল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে জয়রা ভান্ডারী বয়েজ।

আজ শনিবার বিকেলে জেলাশহরের ৮৮ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা চর হিজুলি যুবসংঘকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

ফাইভ-এ সাইড বিশিষ্ট এই ফুটবল খেলার নির্ধারিত সময় গোলশূন্য সমতা তাকে। পরে, টাইব্রেকারে ২-১ গোলে জয়-পরাজয় নিশ্চিত হয়।

খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর শায়েখ শিবলী। ধলেশ্বরী হাউজিং লিমিটেডের চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সফটি ফুড এন্ড বেকারি’র ব্যবস্থাপনা পরিচালক রাশেদ আলী ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সৌমিত্র সরকার মনা।

সফটি ফুড এন্ড বেকারি’র সহযোগিতায় ৮৮ ওয়ারিয়র্স আয়োজিত এই টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে।

Scroll to Top