কার কাছে দেব দেশ, কে উন্নয়ন করবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা দেখতে চাই, যারা ক্ষমতায় আসবে, ওনাদের নেতা কে? কার কাছে দেব দেশ, কে এই দেশের দেখাশুনা করবে, কে উন্নয়ন করবে। সেই লোক তো আমরা দেখি না। আমরা তো অন্ধকারে ঝাপ দিতে পারবো না।  

শনিবার রাতে মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমাদের দেশের মানুষ বোঝে শেখ হাসিনাই হলো সঠিক নেতৃত্ব। বিএনপি-জামায়াতের সময় বলা হয়েছিল মেয়েদের শিক্ষার প্রয়োজন নেই। তারা ঘরে থাকবে। তাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, এই হলো বিএনপি জামায়াতের নীতি। শুধু তাই নয় তারা দেশকে ভালোবাসে না। স্বাধীনতার সময় তারা বিরোধিতা করেছিল। এখনো দেশের উন্নয়নে তারা বিরোধিতা করছে।

মন্ত্রী আরও বলেন, বিএনপিকে ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমে আসতে হবে। জ্বালাও পোড়াও করে ক্ষমতায় আসা যায় না। কারণ জ্বালাও পোড়াও করে ভোট পাওয়া যায় না, মানুষকে হত্যা করে ভোট পাওয়া যায় না। ভোট পেতে হলে উন্নয়ন করতে হয়। 

Scroll to Top