পাটুরিয়া ঘাটে ট্রাকচাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৫ নং পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ট্রাকচাপায় রফিকুল ইসলাম (৬০) নামে এক পথচারী নিহত হয়েছে।

শনিবার দুপুর দুপুরে দুর্ঘটনাস্থলেই মারা যায় রফিকুল ইসলাম। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করলেও পালিয়ে যায় ট্রাকের চালক।

নিহত রফিকুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খোরশেদপুর এলাকার মৃত মুনশী কমর উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এ.এস.আই আনোয়ার হোসেন বলেন, দুপুরে রফিকুল ইসলাম ৫ নম্বর ফেরিঘাট এলাকায় ফেরিতে উঠার জন্য হেঁটে যাচ্ছিল। এমন সময় একই ফেরিতে উঠার জন্য চলমান একটি ট্রাকের চাপায় পিষ্ঠ হয় রফিকুল ইসলাম।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে ‍মৃত ঘোষনা করেন। বিষয়টি তার পরিবারের স্বজনদেরকে জানানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক পালিয়ে যায়।

ঘাতক ট্রাক চালকের নাম ঠিকানা জানার চেষ্টা চলমান রয়েছে জানিয়ে এএসআই আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Scroll to Top