মানিকগঞ্জে ৫২১ বছরের ঐতিহ্য নিয়ে শ্রী কৃষ্ণের পুষ্পরথ উৎসব

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ৫ শত ২১ বছরের ঐতিহ্য নিয়ে শ্রী কৃষ্ণের পুষ্পরথ উৎসব।

গতকাল বিকেলে সদর উপজেলার বেতিলা গোসাইবাড়ি উত্তর পাড়া মাঠে এই পুষ্পরথ উৎসব অনুষ্ঠিত হয়।

প্রতিবছর কার্তিক মাসে রাসপূর্ণীমার আগে একাদশী তিথীতে অনুষ্ঠিত এই রথ উৎসবকে কেন্দ্র করে মিলন মেলার সৃষ্টি হয়।

সংসারের মোহ ত্যাগ করে রথে আসা ভক্তরা রাধা-কৃষ্ণের কৃপা লাভ সহ দেশের কল্যাণও সম্প্রীতি কামনা করে প্রার্থনা করে। এ উপলক্ষে সেখানে গ্রামীন মেলা বসে।

Scroll to Top