এনপিআই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ৮ম পর্বের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

খাব্বাব হোসেন ত্বহা: মানিকগঞ্জের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই) এর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ৮ম পর্বের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে এনপিআই এর প্রধান ক্যাম্পাসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল হোসেন মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিজিসিবি’র নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার দেওয়ান গিয়াস মাহমুদ, মানিকগঞ্জ জেলা পরিসংখ্যান বিভাগের উপপরিচালক মিনার উদ্দিন, এনপিআই এর পরিচালক ড.ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিদায়ী শিক্ষার্থী ও নতুন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীরা প্রধান অতিথির নিকট থেকে বিদায়ী স্মারক গ্রহণ করেন।

Scroll to Top