মানিকগঞ্জ-২ আসনে আ. লীগের মনোনয়ন চাইলেন তরুন আ.লীগ নেতা চঞ্চল

মানিকগঞ্জ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিলেন সাবেক প্রয়াত সংসদ সদস্য সামসুদ্দিন আহমেদ এর ছেলে তরুন আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দলীয় কার্যালয় থেকে নিজে উপস্থিত হয়ে সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা করেন।

সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখার যুগ্ন সাধারন সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন।

মানিকগঞ্জ-২ (১৬৯, সিংগাইর- হরিরামপুর ও সদরের একাংশ) নিয়ে গঠিত আসনটিতে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে (২০০১-২০০৬) সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল এর পিতা প্রয়াত সামসুদ্দিন আহমেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এছাড়া ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন তার পিতা সামসুদ্দিন আহমেদ।

সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল বলেন, তার পিতা বঙ্গবন্ধুর আদর্শে মানিকগঞ্জ ২ আসনের( সিংগাইর, হরিরামপুর,সদরের আংশিক) এলাকায় জনসাধারনের জন্য কাজ করে গেছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে মনোনয়ন চেয়েছি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সকলের দোয়া চাই। সেই সাথে আপনাদের সার্বিক সহযোগিতায় নৌকা প্রতীককে জয়লাভ করিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানিয়ে আমরা ঘরে ফিরবো।

তিনি আরও বলেন, “বিএনপি- জামায়াত অবৈধভাবে হরতাল অবরোধ দিয়ে দেশে অশান্তিতে সৃষ্টি করার পয়তারা করছে। তারা সরাসরি মাঠে না নেমে গুপ্তভাবে গাড়ি পোড়ায় এবং গাড়ি ভাংচুর করে দেশের অর্থনৈতিক ক্ষতিসহ বিশৃঙ্খলার সৃষ্টি করছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে তাদের এই নৈরাজ্যকে প্রতিহত করতে হবে। এ জন্য আপনাদের যার যার জায়গা থেকে নিজ দায়িত্ব নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে দেশের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

Scroll to Top